ফুটবলে যুবাদের নতুন ইতিহাস

Post Image

এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এই জয়ে বাংলাদেশের নতুন ইতিহাস গড়লো। প্রথমবারের মত এশিয়ান গেমসের ইতিহাসে গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে উঠলো বাংলাদেশ।

রোববার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশের যুবারা এই কৃতিত্ব অর্জন করেন। খেলার অতিরিক্ত সময়ে জামালা ভূঁইয়ার গোলে জয় পায় বাংলাদেশ। 

২০২২ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কাতার।  র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। যেখানে কাতার ৯৮তম স্থানে, সেখানে বাংলাদেশ রয়েছে ১৯৪তম স্থানে।

সেই কাতারকে এশিয়ান গেমসের ফুটবলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। গড়েছে নতুন ইতিহাস। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ গ্রুপ পর্ব টপকে উঠে গেলো শেষ ষোলোতে।