বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী

Post Image

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কর্তৃক ৭ আগষ্ট ২০১৮ইং তারিখে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে, বিদেশে পলায়নরত জাতিরজনক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী এবং মাননীয় বিচারপতি মহোদয় ও সরকারি গাড়ী চালকদের লাইসেন্স চেকের নামে হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন আয়োজন হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ, এম সামসুদ্দিন চৌধুরী মানিক।

প্রধান অতিথির বক্তব্যে ‘শিক্ষার্থিদের নিরাপদ সড়কের দাবীর আন্দোলনের আড়ালে জামাত, শিবির, বিএনপি পন্থীরা শিক্ষার্থী সেজে লাইসেন্স চেকের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। লাইসেন্স চেক করার অধিকার সরকারের, নাগরিকের নয়। এমনকি তারা মাননীয় বিচারপতি মহোদয়দের গাড়ির লাইসেন্স চেকের নামে মানহানিকর মন্তব্য করার দৃষ্টটা দেখিয়ে রাষ্ট্রের আইন হাতে তুলে নিয়ে গুরুতর অপরাধ করেছে। তারা যে সমস্ত ভাষা ব্যাবহার করেছে তা কোন ছাত্রের ভাষা হতে পারেনা। এই অপরাধীদের ভিডিও ফুটেজ দেখে খুজে বের করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবী জানান’।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট আবুল খায়ের, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সহসভাপতি এডভোকেট মোঃ আলাউদ্দিন, সাবেক আইন ছাত্রনেতা এডভোকেট মোঃ ফারুখ মোল্লা, সাবেক আইন ছাত্রনেতা এডভোকেট মোঃ বুলবুল,  এডভোকেট মোঃ সাইফুল বারি, ব্যারিস্টার জি, এম সাইফুর রহমান মুরাদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম জুয়েল,, অর্থ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবু হানিফ সরকার, দক্ষিনের সহ সভাপতি মেফতাউর রহমান,।সহ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক বর্তমান নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।