বাবুল চিশতীর বিরুদ্ধে আরো এক মামলা

Post Image

ভ্রমণ ভাতাবাবদ প্রায় সাড়ে ৯ লাখ  টাকা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের প্রাক্তন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবর রহমান চিশতীর (বাবুল চিশতী) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-সহকারী  পরিচালক মো. সহিদুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য‌ রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যাংকের প্রচলিত বিধি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার ও বিজনেস মিটিংয়ের নামে ২০১৭ সালের ১৯ আগস্ট থেকে একই বছরের ২৮ আগস্ট পর্যন্ত লন্ডন ও আরব আমিরাত ভ্রমণ ভাতাবাবদ ফারমার্স ব্যাংকের ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন।

দুদক আরো জানায়, বিদেশে ব্যবসায়ীক সফর ভ্রমণটি ছিল ব্যাংকের ম্যানেজম্যান্ট কাজের অংশ।

বিধি মোতাবেক ওই ভ্রমণে পরিচালনা পর্ষদের কোনো সদস্যের যাওয়ার সুযোগ নেই; বরং ম্যানেজম্যান্ট লেভেল থেকেই এর ব্যবস্থা করার কথা। এরপরও আসামি অবৈধ প্রভাব খাটিয়ে এই সফরে অংশ নেন, যা ব্যাংকের অর্থে বিদেশ ভ্রমণ ছাড়া আর কিছুই না।

এতে দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত ১০ এপ্রিল গুলশান থানায় বাবুল চিশতী ও তার স্ত্রী রুজী চিশতী এবং ফারমার্স ব্যাংকের এসইভিপি ও গুলশান শাখার প্রাক্তন ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা করে দুদক। ওই মামলায় বিভিন্ন সময়ে বাবুল চিশতী তার স্ত্রী, ছেলে, মেয়েদের ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখায় থাকা মোট ২৫টি হিসাবে অর্থ নগদ ও পে-অর্ডারের মাধ্যমে বিভিন্ন সময় ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকার ‘সন্দেহজনক’ লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়।