আড়াইহাজারে হাজার একর জমি পেল জাপান

Post Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জাপানকে আরও ৫০০ একর জমি দিচ্ছে সরকার।

সেখানে জাপানকে ৪৯১ একর জমি দিয়ে একটি প্রকল্প গত বছরের ১৪ মার্চ অনুমোদন করেছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

কিন্তু জাপান আরও জমি চাওয়ায় আরও ৫০০ একর জমি বাড়িয়ে ‘অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্তে ভূমি অধিগ্রহণ (আড়াইহাজার ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল)’ শীর্ষক প্রকল্পটি মঙ্গলবার সংশোধন হয়েছে।

ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সংশোধনের পর প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ১৯৬ কোটি টাকা।

আরও ৫০০ একর যোগ হওয়ায় এখন মোট ৯৯১ একর জমির উপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে জাপান।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুমোদনের সময় এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৭৬১ কোটি ৭৫ লাখ টাকা।

এখন প্রকল্পের ব্যয় চার গুণ বেড়েছে।

মন্ত্রী বলেন, বৈঠকে এ প্রকল্পটিসহ ৬ হাজার ৪৪৮ কোটি টাকা ব্যয়ের ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬ হাজার ৪৪০ কোটি টাকা আর সংস্থার নিজস্ব তহবিল থেকে প্রায় ৮ কোটি টাকা জোগান দেওয়া হবে।

অনুমোদিত প্রকল্পগুলো

>> ‘ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন’ প্রকল্প। ব্যয় ১৮৬ কোটি ৫০ লাখ টাকা।

>> ‘বাংলাদেশে তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টার ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন’ প্রকল্প। ব্যয় ১১৭ কোটি টাকা।

>> ‘ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর স্থাপন’ প্রকল্প। ব্যয় ১৭৪ কোটি ৫৮ লাখ টাকা।

>> সরকারি শিশু পরিবার এবং ছোট মনি নিবাস নির্মাণ/ পুনঃনির্মাণ’ প্রকল্প। ব্যয় প্রায় ২৯৭ কোটি টাকা।

>> ‘হাই-টেক পার্ক, সিলেট এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্প। ব্যয় ২৯০ কোটি ২৬ লাখ টাকা।

>> ‘ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্প। ব্যয় ২৯২ কোটি ২৩ লাখ টাকা।

>> ‘নোয়াখালীর সোনাপুর হতে চেয়ারম্যানঘাট সড়ক উন্নয়ন’ প্রকল্প। ব্যয় প্রায় ১৬৯ কোটি টাকা।

>> ‘দিনাজপুরের বীরগঞ্জ-খানসামা-দাড়োয়ানী, খানসামা-রাণীবন্দর এবং চিরিরবন্দর-আমতলী বাজার জেলা মহাসড়কে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। ব্যয় প্রায় ১৪৪ কোটি টাকা।

>> ‘কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার নির্মাণ ও ৭ দশমিক ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্প। ব্যয় ৯৯ কোটি টাকা।

>> ‘ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদী ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ’ প্রকল্প। ব্যয় ১ হাজার ৪৮৩ কোটি টাকা।