মাশরাফিকে টপকালেন মুস্তাফিজ!

Post Image

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে হারের পর ঘুরে দাঁড়ায় টাইগাররা। লাল-সবুজের জার্সি পরে প্রথমে ওয়ানডে এরপর টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যাবধানে জিতে নিয়েছে টাইগাররা। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরে আবারও নিজেকে প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান।

পুরো সিরিজে ক্যারিবিয়ান শক্তিশালী ব্যাটসম্যানদের দুর্দান্ত সব কাটার-স্লোয়ারে এলোমেলো রাখেন এই টাইগার পেসার। সিরিজের সেরা বোলার নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, ফিজ এখন বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি টি-টোয়েন্টি বোলার। ছাড়িয়ে গেছেন মাশরাফিকেও।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটধারী বোলার-

১. সাকিব আল হাসান : ৬৯ ম্যাচ, ৮০ উইকেট
২. আবদুর রাজ্জাক : ৩৪ ম্যাচ, ৪৪ উইকেট
৩. মুস্তাফিজুর রহমান : ২৭ ম্যাচ, ৪৩ উইকেট
৪. মাশরাফি বিন মুর্তজা : ৫৪ ম্যাচ, ৪২ উইকেট
৫. আল আমিন হোসেন : ২৫ ম্যাচ, ৩৯ উইকেট