শাহবাগে শিক্ষার্থীদের মিছিলে জলকামান-টিয়ার শেল

Post Image

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করেছে পুলিশ। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ৩০০-৪০০ শিক্ষার্থীর একটি মিছিল টিএসসি থেকে শাহবাগের দিকে আসতে থাকে। শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে নিরাপদ সড়ক ও হামলাকারীদের বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এর মধ্যেও শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা শুরু করে পুলিশ। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থী বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় ছেড়ে দিয়ে টিএসসিতে চলে আসেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কলাভবন, মধুর ক্যান্টিন, কার্জনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। পরে বিকালের দিকে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতে থাকলে বাধার মুখে পড়েন তারা।