শিল্পীরা ‘গুজব’ ছড়ালে সাংগঠনিক ব্যবস্থা

Post Image

চলমান পরিস্থিতিতে কোন শিল্পীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন রকম বিভ্রান্ত্রি মূলক সংবাদ প্রকাশ ও প্রচার না করার জন্য অনুরোধ করা হয়েছে। শিল্পী সংঘের অন্তর্ভূক্ত সকল অভিনয় শিল্পীদের প্রতি এমন অনুরোধ জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

ছোট ও বড় পর্দার অভিনেতা-অভিনেত্রী ও সংগঠক শিল্পী সংঘের অন্তর্ভূক্ত সকল অভিনয় শিল্পীদের প্রতি অনুরোধ জানিয়ে শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনও রকম বিভ্রান্ত্রি মূলক সংবাদ প্রকাশ ও প্রচার করবেন না। যদি কেউ গুজব, মিথ্যে ও বিভ্রান্তিকর কিছু প্রচার করেন, তবে শিল্পী সংঘের গঠনতন্ত্র অনুযায়ী আমরা সাংগাঠনিক ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন,বলেন, ‘অভিনয় শিল্পী সংঘ’ একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন। বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ যে আন্দোলন তা যৌক্তিক এবং আমরা অভিনয় শিল্পীরা এর সঙ্গে আছি।’

এছাড়াও কোমলমতি ছাত্রছাত্রীদের সকল যৌক্তিক দাবি মেনে নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তিনি।