কে হচ্ছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান?

Post Image

আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হচ্ছেন তা নিয়ে আইনজীবী মহলে চলছে নানা রকম গুঞ্জন।

গত ১৪ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করে। আগামী ৭ জুলাই বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্ধারণ করা হবে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে কে হচ্ছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের দুই সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের নাম শোনা যাচ্ছে।

সাধারণ আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে যে তিন জনের নাম উঠে এসেছে তারা প্রত্যেকেই যোগ্য। তবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। এবারের নির্বাচনেও তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তার নেতৃত্বেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে নির্বাচনে নামে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী জানান, গরিবের আইনজীবী হিসেবে খ্যাত আবদুল বাসেম মজুমদারকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের মতে গত টার্মে দায়িত্ব পালন করেছেন বাসেত মজুমদার। এ সময়ে তিনি আইনজীবীদের জন্য বেনিভোলেন্ট ফান্ডে টাকা বৃদ্ধি, নবীন আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। এ ছাড়া ১৫ তলা বার কাউন্সিল ভবন নির্মানেরও উদ্যোগ নিয়েছেন। যা একনেকে অনুমোদনও হয়েছে। এসব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা তাকেই ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলে সচিব রফিকুল ইসলাম বলেন, আগামী ৭ জুলাই মিটিং ডাকা হয়েছে। ওই দিনই ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেবেন। তাদের ভোটেই পরবর্তী তিন বছরের জন্য বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।

গত ১৪ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করে। এ নির্বাচনে সাধারণ ও গ্রুপ আসনে ১৪টি পদের মধ্যে ১২টিতে তারা জয়লাভ করে। এর মধ্যে ১৬ হাজার ৩০৩ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন বাসেত মজুমদার, দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, বর্তমান বার কাউন্সিলের মেয়াদ ৩০ জুন পর্যন্ত। বার কাউন্সিলের বিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে চেয়ারম্যান থাকেন। সাধারণ আইনজীবীদের ভোটে নির্বাচিত ১৪ সদস্য পরে ভাইস চেয়ারম্যান নির্ধারণ করেন। প্রতি তিন বছর পর পর বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আইনজীবী ও বার কাউন্সিল আদেশ ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ৪৬ নং আদেশ)-এর অধীনে গঠিত একটি কেন্দ্রীয় সংগঠন।

কাউন্সিলের কার্যাবলির মধ্যে রয়েছে অ্যাডভোকেটদের তালিকাভুক্তি, তালিকাভুক্তির জন্য পরীক্ষা অনুষ্ঠান এবং পেশাগত অসদাচরণ বা বার কাউন্সিলকে প্রদেয় চাঁদা পরিশোধ না করার দায়ে অ্যাডভোকেটদের নিবন্ধন বাতিল সংক্রান্ত কাজ করে থাকে।