ঈদকে ঘিরে হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

Post Image

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদকে সামনে রেখে জঙ্গি হামলার বড় কোনো আশঙ্কা নেই। আর যেসব জঙ্গি জামিনে বের হয়েছে তাদের নজরদারিতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে কমিশনার বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি আদালতের। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে যারা জামিনে বের হয়েছে, তাদের পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে ঈদকে ঘিরে জঙ্গি হামলার কোনো ধরনের আশঙ্কা নেই। সম্প্রতি জঙ্গি হামলার বিষয় বিবেচনায় রেখেই ঈদ নিরাপত্তা নেওয়া হয়েছে।’

রাজধানীবাসীকে আশ্বস্ত করে কমিশনার বলেন, ‘ঈদ জামাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল, সোয়াট, সাদা পোশাকের পুলিশ থাকবে। ঈদের জামাতে আসা পুরুষ মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো কিছু আনতে পারবেন না। আর নারীরা হাতব্যাগ আনতে পারবে না। মুসল্লিদের আসার সময় মৎস্য ভবন ও ঈদগাহর প্রবেশপথ দিয়ে ঢুকতে হবে।’