বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেনের কোচ বরখাস্ত!

Post Image

বিশ্বকাপ ফুটবল শুরুর একদিন আগে বরখাস্ত হলেন স্পেনের কোচ জুলেন লোপেতেগুই। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি হবার পরদিনই এলো এমন সিদ্ধান্ত।

জিনাদিন জিদানের উত্তরসূরি হিসেবে রিয়ালের সাথে ৩ বছরের চুক্তি করেন লোপেতেগুই। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের মতে, এমন অবস্থায় তার জাতীয় দলের হয় কাজ করা ঠিক হবে না।

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লুই রুবিয়ালেস মঙ্গলবার রাতেই মস্কো থেকে মাদ্রিদে যান বিষয়টার সুরাহা করতে। তিনি গণমাধ্যমকে জানান, উদ্ভুত পরিস্থিতিতে আমরা জাতীয় দলের কোচকে বিদায় বলতে বাধ্য হয়েছি। আশা করি ভাগ্য তার সহায় হবে।

রুবিয়ালেস আরও জানান, স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অগোচরে রিয়ালের সাথে দেনদরবার চালিয়েছেন লোপেতেগুই। সংবাদ সম্মেলনের মাত্র ৫ মিনিট আগে আমাদের জানানো হয়েছে।

কোচবিহীন স্প্যানিশরা আগামী শুক্রবার সন্ধ্যা তাদের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে।