প্রবাসীদের আয়ে করারোপ হয়নি: এনবিআর

Post Image

প্রবাসীদের আয়ে কোনো রকম ভ্যাট বা করারোপ করা হয়নি বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এটি গুজব। বরং কীভাবে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াটি মাশুল বিহীন করা যায় সেই উদ্যোগ নিয়েছে সরকার।

কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রবাসীদের আয়ের ওপর করারোপ করা হয়েছে। তবে, বাজেট বইতে এমন কোনো নির্দেশনা দেখা যায়নি।

ফেসবুকে প্রবাসীরা এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। প্রশ্ন তুলেছেন, অনেক প্রবাসী বিদেশে সংকটে রয়েছে; তারা ওইদেশে উচ্চহারে কর পরিশোধ করছেন, তাহলে আবার কেন দেশে কর দিতে হবে?

শুধু প্রবাসীই নয়, স্থানীয় অনেকেই এই বিষয়ে সমালোচনা করে বলছেন, নির্বাচনের বছরে করারোপ থেকে সরকার সরে এলেও প্রবাসীদের কেন করের আওতায় আনা হচ্ছে।

সার্বিক বিষয়ের ব্যাখ্যা দিয়ে এনবিআর’র জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে প্রবাসী আয়ে নতুন করে কোনো করারোপ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দেয়া হচ্ছে।