খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যদি রাজনীতি করতে চান তাহলে ভিন্ন কথা : কাদের

Post Image

আজ বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। 

বিএনপি যদি সত্যিই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আন্তরিক থাকে, তবে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পক্ষে মত দেবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অবশ্য যদি তাঁর চিকিৎসা নিয়ে দলটি রাজনীতি করতে চায়, তবে ভিন্ন কথা।

আজ বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থা তদারকির অংশ হিসেবে সকালে এই বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি।

এ সময় সাংবাদিকরা বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে দৃষ্টি আর্কষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘কম্বাইন্ড মিলিটারি হসপিটাল (সিএমএইচ) তার চেয়ে ভালো চিকিৎসা ঢাকা সিটিতে, বাংলাদেশের আর কোথাও আছে বলে আমাদের জানা নেই। সিএমএইচ তো খুবই কেয়ারফুল। তাঁর চিকিৎসার ব্যাপারটা যাতে ভালোভাবে হয়, যাতে চিকিৎসায় কোনো প্রকার গাফিলতি না হয়, সবচেয়ে ভালো যে হসপিটাল বাংলাদেশের, এইটা হচ্ছে সিএমএইচ। কম্বাইন্ড মিলিটারি হসপিটাল। সেই প্রস্তাবটা তো প্রত্যাখ্যান করা উচিত নয়। যদি তাঁরা চিকিৎসা চান। আর যদি রাজনীতি করতে চান তাহলে ভিন্ন কথা।’

বিএনপি নেতাদের ভারত সফর প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আমাদের যে সমস্যা ভারতের সঙ্গে, আমাদের জাতীয় স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি। বিএনপি জাতীয় স্বার্থ নিয়ে একটা কথাও বলেছে? কোনো পত্রিকায় নিউজ আছে? কোনো মিডিয়ায় খবর আছে? তারা গেছে ইলেকশনে তাদের সাহায্য করতে, নালিশ করতে। নালিশ ছাড়া তাদের আর কিছু নেই। দেশে বসেও নালিশ, বিদেশে গেলেও নালিশ। এ দেশের বিদেশি দূতাবাসকে রীতিমতো তটস্থ রেখেছে তারা। নালিশ আর নালিশ।’

জাতীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সবই আলোচনার ভিত্তিতে হবে, তবে যে প্রার্থী জনপ্রিয় নয় তাকে কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না।’