সৌদিতে আজ সামরিক মহড়ার সমাপনীতে প্রধানমন্ত্রী

Post Image

আজ সৌদি আরবের দাম্মামে ‘গাল্ফ শিল্ড ওয়ান’ শীর্ষক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, স্থানীয় সময় রোববার, সন্ধ্যায় বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান দাম্মামের গর্ভনর সৌদ বিন নায়েফ বিন আবদুল আজিজ, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

রাতে, দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ বিন ফয়সাল আবু সাক- এর সাথে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। এসময়, দু’দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন বিষয়ে আলাপ হয়।

গাল্ফ শিল্ড-ওয়ান যৌথ সামরিক মহড়ায় প্রথমবারের মতো নিজেদের কৌশল প্রর্দশন করে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ সদস্যের একটি দল। মাসব্যাপী ২৩ দেশের অংশগ্রহণে চলছে এই মহড়া।

প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে আজই লন্ডনের উদ্দেশে সৌদি আরব ছাড়বেন। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।