বর্ষবরণ : রাজধানীর ট্রাফিক নির্দেশনা

Post Image

বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশুপার্ক, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় প্রচুর জনসমাগম থাকবে। এসব এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ঢাকার অনেক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প রাস্তা খোলা থাকবে।

ঢাকায় যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

# বাংলামোটর থেকে হোটেল রূপসী বাংলা, শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত।

# হোটেল রূপসী বাংলা থেকে কাকরাইল, মৎস্য ভবন থেকে কদম ফোয়ারা।

# মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে কাঁটাবন পর্যন্ত।

# পলাশী মোড় থেকে শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট ক্রসিং পর্যন্ত।

# বকশীবাজার থেকে শহীদ মিনার-টিএসসি।

# ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্বর।

# নীলক্ষেত থেকে টিএসসি।

যান চলাচলের বিকল্প রুট

# মিরপুর রুট হয়ে সাইন্সল্যাব, নিউ মার্কেট হয়ে আজিমপুর, বকশীবাজার হয়ে চাঁনখারপুল থেকে গুলিস্তান রুট খোলা থাকবে।

# রাসেল স্কয়ার থেকে হোটেল সোনারগাঁও, রেইনবো থেকে মগবাজার হয়ে মালিবাগ হয়ে রাজমনি হয়ে ইউবিএল হয়ে গুলিস্তান।

# মহাখালী সাতরাস্তা থেকে মগবাজার হয়ে কাকরাইল মোড়, রাজমনি থেকে ইউবিএল হয়ে গুলিস্তান।

# ফার্মগেট থেকে হোটেল সোনারগাঁও হয়ে বাংলামোটর, মৌচাক মোড় হয়ে মালিবাগ হয়ে খিলগাঁও।

# ফার্মগেট থেকে হোটেল সোনারগাঁও হয়ে বাংলামোটর হয়ে মৌচাক, মগবাজার থেকে কাকরাইল চার্চ হয়ে  হোটেল রাজমনি হয়ে পল্টন হয়ে মতিঝিল।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক যানবাহন ডাইভারশন

# সোনারগাঁও ক্রসিং

# বাংলামোটর ক্রসিং

# পরিবাগ গ্যাপ

# নেভাল গলি

# সাকুরার গলি

# পুলিশ ভবন ক্রসিং

# সবজি বাগান ক্রসিং

# মিন্টো রোড পূর্বপ্রান্ত

# অফিসার্স ক্লাব ক্রসিং

# সুগন্ধা ক্রসিং

# কাকরাইল চার্চ ক্রসিং

# শিল্পকলা একাডেমি গলি

# দুদকের গলি

# কার্পেট গলি

# মৎস্য ভবন ক্রসিং

# ইউবিএল ক্রসিং

# জিরো পয়েন্ট ক্রসিং

# হাইকোর্ট ক্রসিং

# রমনা চত্বর ক্রসিং

# বকশীবাজার ক্রসিং

# পলাশী ক্রসিং

# নীলক্ষেত ক্রসিং

# কাঁটাবন ক্রসিং

# আজিজ সুপার মার্কেট ক্রসিং

# প্রশাসন একাডেমি গলি

# শাহবাগ ক্রসিং

বর্ষবরণ অনুষ্ঠানে আসা যানগুলো যেসব জায়গায় পার্কিং করা যাবে
# হলি ফ্যামিলি হাসপাতাল রোড (উত্তর থেকে আসা)

# পরাতন এলিফ্যান্ট রুট (উত্তর থেকে আসা)

# আব্দুল গণি রোড (পূর্ব-দক্ষিণ দিক থেকে আসা গাড়ি)

# কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিক থেকে আসা গাড়ি)

# মৎস্য ভবন থেকে কার্পেট গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি)

# শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি)

# সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়ি)

# কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত (দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা গাড়ি)

এছাড়া বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ্যে বেশ কিছু পরামর্শ দিয়ে ডিএমপি।

পরামর্শ  
# ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান ও পার্শ্ববর্তী এলাকা এবং রবীন্দ্র সরোবরে গাড়ি নিয়ে প্রবেশ থেকে বিরত থাকুন।

# ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

# নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, পটকা, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি বহন থেকে বিরত থাকুন।

# মুখোশ পরিধান এবং বিজ্ঞাপনী স্টিকার বহন করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন না।

# মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে চারুকলা ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রোভার স্কাউট সদস্যদের পরামর্শ মেনে চলুন।

# সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

# আপনার সাথে থাকা শিশুর পকেটে চিরকুটে আপনার বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখুন এবং হারিয়ে গেলে সাব-কন্ট্রোলরুমে স্থাপিত ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

# অনুষ্ঠানস্থলে আসার পূর্বেই ঠিক করে রাখুন ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কোথায় পুনরায় মিলিত হবেন।

# বিকেল ৫টার মধ্যে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এবং সন্ধ্যা ৭টার মধ্যে রবীন্দ্র সরোবর ত্যাগ করুন।

# সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য নন, এমন ব্যক্তিগণ ক্যাম্পাসে অবস্থান করবেন না।

# সকল অনুষ্ঠানস্থলে ধূমপান থেকে বিরত থাকুন।

# বিকেল ৫টার মধ্যে রবীন্দ্র সরোবর ব্যতীত সব উন্মুক্ত স্থানের অনুষ্ঠান সমাপ্ত করুন।

# ভুভুজেলা (বিশেষ প্রকার বাঁশি) বাজানো, বিক্রয় ও বহন থেকে বিরত থাকুন।

# অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পান্তা-ইলিশ বা অন্য কোনো খাবার গ্রহণের পূর্বে মান পরীক্ষার পাশাপাশি মূল্য সম্পর্কে সতর্ক হোন।

# কোনো কারণে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় অবস্থিত সাব-কন্ট্রোল রুম, কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম, রমনা, শাহবাগ, ধানমন্ডি, রামপুরা, বাড্ডা, গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করুন।

যেকোনো প্রয়োজনে ৯৯৯, ১০০, ৯৫৫৯৯৩৩, ০১৭১৩৩৯৮৩১১ ও ০১৭১১০০০৯৯০ নম্বরে যোগাযোগ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।