ডেডলাইন অতিক্রম করলেও আত্মসমর্পণ করেননি লুলা

Post Image

সময়সীমা (ডেডলাইন) বেঁধে দেওয়া হলেও আত্মসমর্পণ করেননি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। নিজ শহর সাও পাওলোর এক ভবনে অবস্থান করছেন তিনি। লুলার বাসভবন ঘিরে রেখেছে তার হাজার হাজার সমর্থক। তাই লুলাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের সংঘর্ষ আশঙ্কা করা হচ্ছে।

দুর্নীতির দায়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত ৭২ বছর বয়সি লুলা দা সিলভাকে আত্মসমর্পণে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে তিনি আত্মসমর্পণ করেননি। তার আইনজীবী জানিয়েছেন, লুলার আত্মসমর্পণের ব্যাপারে তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন।

কিছু সূত্র জানিয়েছে, লুলা শনিবার আত্মসমর্পণ করবেন। তবে অন্যরা জানিয়েছেন, তিনি সপ্তাহব্যাপী ওই ভবনে অবস্থান করবেন। সাও পাওলোর সাও বানার্ডো দো ক্যাম্পোর ওই ভবনের বাইরে রয়েছেন লুলার হাজার হাজার সমর্থক, যারা তার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং লুলাকে বাঁচাতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

জোয়াও জাভিয়ার নামের লুলার এক সমর্থক বলেন, ‘আমি মনে করি যদি ফেডারেল পুলিশ এখন লুলাকে গ্রেপ্তার করতে আসে তারা সেই সুযোগ পাবে না। এখানে তারা ঢুকতেই পারবে না।’

তবে ব্রাজিলের কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মসমর্পণ না করলেও লুলাকে পলাতক হিসেবে দেখানো হচ্ছে না। কারণ সবাই জানে তিনি কোথায় আছেন।

তথ্য : বিবিসি