মহেশখালীর ১৬ যুদ্ধাপরাধীর বিচার শুরু

Post Image

মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামতউল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত।

এই ১৬ জনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-সালামতউল্লাহ খান, মো. রশিদ মিয়া, নূরুল ইসলাম, বাদশা মিয়া ও ওসমান গণি।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ১০টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।