অনুমতি না মেলায় সমাবেশ স্থগিত, ঘোষণা নতুন কর্মসূচি

Post Image

অনুমতি না পাওয়ায় আগামি ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে স্থগিত করেছে বিএনপি।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশে স্থগিতের কথা জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। সাথে সাথে ১০ দিনের নতুন কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ১ এপ্রিল সারাদেশে লিফলেট বিতরণ, ৩ এপ্রিল প্রতিবাদ কর্মসূচি। এছাড়া একই দাবিতে আগামী ৪ এপ্রিল রাজশাহী, ৭ এপ্রিল রবিশাল এবং ১০ এপ্রিল সিলেটে জনসভা অনুষ্ঠিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করার কথা ছিল। কিন্তু প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করে দলটি। এছাড়া রাজশাহীর সমাবেশ ৪ এপ্রিলের পরিবর্তে ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির পক্ষ থেকে ১২ মার্চ ও ১৯ মার্চ জনসভা করতে পুলিশের অনুমতির জন্য আবেদন করা হয়। কিন্তু সরকারের নির্দেশে নিরাপত্তার অজুহাতে বিএনপিকে জনসভার অনুমতি দেয়নি ডিএমপি। এরপর আবারও ২৯ মার্চ জনসভা করতে বেশ কয়েক দিন আগে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়। গতকাল মঙ্গলবার দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর ভেবেছিলাম সরকার জনসভার অনুমতি দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভূইয়া, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আব্দুল আওয়াল খান, আমিনুল ইসলাম প্রমুখ।