দক্ষিণ এশীয় আরচারিতে বাংলাদেশের স্বর্ণ-সাফল্য

Post Image

দক্ষিণ এশিয়ান আরচারি প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণপদক জিতেছেন ইব্রাহিম শেখ রিজওয়ান। পুরুষদের রিকার্ভ এককে দেশকে এই স্বর্ণ-সাফল্য এনে দেন তিনি। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ফাইনালে ইব্রাহিম ৬-২ সেটে হারিয়েছেন রোমান সানাকে।

প্রতিযোগিতার আরেক ইভেন্ট কম্পাউন্ডে মেয়েদের এককে স্বর্ণপদক জিতেছেন আরেক বাংলাদেশি আরচার রোকসানা আখতার। তিনি ১৪০-১৩৩ স্কোরে হারিয়েছেন স্বদেশি সুস্মিতা বণিককে।

কম্পাউন্ডের মিশ্র বিভাগ থেকে বাংলাদেশকে আরেকটি স্বর্ণ-সাফল্য এনে দিয়েছেন অসীম কুমার দাস-বন্যা আক্তার জুটি। ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রি-ইশা কেতন পাওয়ার জুটিকে ১৫৩-১৪৮ স্কোরে হারান তাঁরা।

অবশ্য মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ভারতের হিমানির কাছে হেরে যান নাসরিন আখতার। ৬-৩ সেটে হেরে রৌপ্যপদক জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। 

প্রথম স্বর্ণপদক জিতে দারুণ খুশি ইব্রাহিম বলেন, ‘রোমান ভাইকে হারাতে পারব, তা ভাবতেই পারিনি আমি। গতকাল (সোমবার) থেকেই ভাবছিলাম, আমার মতো করেই খেলব এবং রৌপ্যপদক জিতলেই হবে। কিন্তু মাঠে ঘটনা বদলে যায়। খুব ভালো লাগছে আমার হাত ধরে এবার প্রথম স্বর্ণপদক পেয়েছে দেশ।’