অমর একুশে গ্রন্থমেলায় মিহির হারুন এর‘মেঘের বাড়ি’২য় খণ্ড

Post Image

‘মেঘের বাড়ি’শিশু-কিশোরদের অভিনয় বিষয়ক বই। নতুন বইটির মোড়ক উন্মোচন করেন হাসানুল হক ইনু বাংলাদেশের বর্তমান তথ্যমন্ত্রী। ময়মনসিংহের মুক্তাগাছার লেখক মিহির হারুন নাট্য শিল্পিদের এক নাট্টভিনেতার প্রশিক্ষণ বিষয়ক দিক নির্দশনা নিয়ে বইটি প্রকাশ করেছেন। বইটিতে অভিনয়ের বিষয়ে আলোচনা সহ অভিনয় শেখার কিছু কৌশল বিষয়ে আলোকপাত করেছেন, এছাড়া একক অভিনয়, দ্বৈত অভিনয় এবং একটি কিশোর নাটকও রয়েছে। বইটিতে শিশু কিশোরদের অভিনয় প্রেমী হয়ে ওঠতে সহায়তা করবে। বিভিন্ন জাতীয় অভিনয় প্রতিযোগিতায় তাদের দারুণ ভাবে সহায়ক গ্রন্হ হিসেবে কাজে লাগবে। একক অভিনয় নিয়ে গ্রন্হটি বাংলাদেশে নতুন হিসেবে অভিনয় শিল্পিদের বেশ সুনাম অর্জন করবে। বইটি প্রজাপতি প্রকাশনায়, প্রচ্ছদে- রঞ্জন কুমার দে, প্রথম প্রকাশ-অমর একুশে গ্রন্থমেলা-২০১৮।