১৪ বছর আগে শিশু অপহরণের পর শ্লীলতাহানিতে যাবজ্জীবন

Post Image

চট্টগ্রামে ১৪ বছর আগে নয় বছর বয়সী এক শিশুকে অপহরণ ও শ্লীলতাহানির দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মোতাহির আলী এ রায় দেন।

দণ্ডিত জসিম উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সিকদার পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। জামিন নিয়ে পালিয়ে আছেন তিনি।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের মিডিয়াকে জানান, আসামিকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন এবং শ্লীলতাহানির অভিযোগে আইনের ১০ (১) ধারায় ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। “উভয় সাজা একই সাথে কার্যকর করা হবে।”

মামলায় বলা হয়, ২০০৩ সালের ১৯ মে সন্ধ্যায় সিকদার পাড়া এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে নয় বছর বয়সী ওই ছাত্রীকে অপহরণ করে জসিম উদ্দিন।

অপহরণের পর তাকে নিজের বাড়ির কাছে জঙ্গল সংলগ্ন একটি জমিতে নিয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনায় ২০০৩ সালের ২১ মে আদালতে মামলা করেন ওই শিশুটির বাবা। ঘটনার শিকার শিশুটির পরিবার সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

শিশুটির বাবার কর্মসূত্রে তারা পরিবারসহ লোহাগাড়ার সিকদারপাড়ায় বসবাস করতেন। এ মামলায় ২০০৩ সালের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগ গঠন করা হয় ২০০৪ সালে। মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেয়।