বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে, ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

Post Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।

আজ শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের প্রধান ফটক থেকে এ আনন্দ র‌্যালী বের হয়।

র‌্যালীটি বিশ্ববিদ্যালয় এর প্রধান রাস্তা গুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবন করিডোরে গিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু্ ভাষণ আজ বিশ্ব স্বীকৃতি লাভ করেছে। জাতির জনক সেই ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণে বলেন, জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সাথে বেইমানি করি নাই, প্রধানমন্ত্রীত্ব এর লোভ দিয়ে আপনাদের কাছ থেকে আমাকে নিতে পারে নাই, ফাঁসির কাস্টে আসামি করেও আমাকে নিতে পারে নাই, আমি রক্ত দেয়ার জন্য প্রস্তুত।
বিশ্ব দরবারে জাতির জনকের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ইউনেস্কোর এ ঘোষণা আমাদের জন্য গৌরব ও সম্মানের। আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাই।’ এছাড়াও তারা শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দদের গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহানুর আলম শামীম রিজবী আহমেদ পাপন, সুমন, লিংকন, নুর ইলাহী, আলো, গোলাম মোস্তফা, ফয়সাল সিদ্দিকী আরাফাত, নিযামুদ্দিন, তন্ময় সাহা টনি, সিবলুর রহমান সিয়াম, তৌকির রহমান মাসুদ, মশিউর রহমান পলাশ, মন্জুরুল আলম, রুবেল, নাঈম, আপেল মাহমুদ, নীল, আশিক চন্দ্র দাস, সালভী, সহ ছাত্রলীগ এর নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ব ঘোষণা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ কর্মসূচী পালন করে। পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে, স্ব-স্ব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।